17 Agrohayon 1427 বঙ্গাব্দ মঙ্গলবার ১ ডিসেম্বর ২০২০
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / তল্লা মসজিদে হতাহত ৩৮ পরিবারের মাঝে জেলা পরিষদ নারায়ণগঞ্জের আর্থিক অনুদান প্রদান

তল্লা মসজিদে হতাহত ৩৮ পরিবারের মাঝে জেলা পরিষদ নারায়ণগঞ্জের আর্থিক অনুদান প্রদান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন তল্লা বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহত ৩৮ পরিবারের মাঝে জেলা পরিষদ নারায়ণগঞ্জ এর উদ্যোগে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
সোমবার ১৬ই নভেম্বর সকাল ১১টায় জেলা পরিষদ নারায়ণগঞ্জ এর সম্মেলন কক্ষে হতাহত পরিবারের মাঝে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আর্থিক অনুদানের চেক প্রদান করেন, জেলা পরিষদ নারায়ণগঞ্জ এর চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ আনোয়ার হোসেন।

জেলা পরিষদ নারায়ণগঞ্জ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে চেক প্রদান কালে আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মাহমুদা মালা, সদস্য মোঃ আলাউদ্দিন আহমেদ, এড. নূরজাহান বেগম, মোস্তফা হোসেন চৌধুরী প্রমুখ।

এ সময় হতাহত মোট ৩৮টি পরিবারের মাঝে মোট ৭ লাখ ২০ হাজার টাকা অর্থিক সহায়তা করা হয়। এতে নিহত প্রতিটি পরিবার কে ২০ হাজার এবং আহত প্রতিটি পরিবার কে ১০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন জেলা পরিষদ নেতৃবৃন্দরা।

আরও পড়ুন...

মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের সবাইকে উদ্বুদ্ধ হতে হবে- ডিসি জসিম উদ্দিন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : জাতীয় চার নেতাকে হত্যা করে সেইদিন জাতীর চারটি স্তম্ভকে …