21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / ‘আমরা ব্লাড ডোনার্স’ সংঠনের উগ্যোগে অসহায় ১শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

‘আমরা ব্লাড ডোনার্স’ সংঠনের উগ্যোগে অসহায় ১শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  ‘আমরা ব্লাড ডোনার্স’ স্বেচ্ছাসেবী সংঠনের

উগ্যোগে মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ১শত ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

রবিবার ৫ই এপ্রিল দিবাগত রাতে আমরা ব্লাড ডোনার্স সংগঠনের পক্ষ হতে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি পৌছে দেয়।

 

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃত্বি বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে করোনা ভাইরাস এর কারনে দেশের চলমান লকডাউন চলার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষের এই ‍দূর দিনে খাদ্য সামগ্রী বিতরণের ক্ষুদ্র প্রচেষ্টার পেছনে থেকে যারা অর্থ দিয়ে, খাদ্য দিয়ে, শ্রম দিয়ে

সহযোগিতা করেছেন আমরা ব্লাড ডোনার্স কে তাদেরকে কিছু বলার মত আমাদের ভাষা জানা নেই। শুধু এত টুকুই বলি আল্লাহর কাছে আল্লাহর যেন তার কুদরতি রহমতের চাদরে সেসব ব্যক্তিদের ঢেকে রাখেন এই দুঃসময়ে এ দোয়া করি সকলে। আমরা ব্লাড ডোনার্স সংগঠনের সকল সদস্যরা যতটা পারবো নিরব ভুমিকা রেখে কাজ করবো আমৃত্যু এই দেশের জন্য, এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য। তাই সকলের  কাছে দোয়া কামনা করি আমরা যেন সারা জীনব মানুষের কল্যাণে কাজ করতে পারি। 

আমরা ব্লাড ডোনার্স সংগঠনের পক্ষে নগরীর ১৮নং ওয়াার্ডের  বিভিন্ন  এলাকায়  এ  খাদ্য সামগ্র্রী  বিতরণ করা হয়।

আরও পড়ুন...

ব্যাংক লুটের ঘটনায় হামলায় অংশ নেয় শতাধিক অস্ত্রধারী, গায়ে ছিল কেএনএফের পোশাক

নিউজ ব্যাংক ২৪. নেট :  বান্দরবানের রুমা ও থানচিতে পৃথক ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার …