19 Chaitro 1429 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব হলেন না’গঞ্জের দিপু

জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব হলেন না’গঞ্জের দিপু

নিউজ ব্যাংক ২৪. নেট :  গণমাধ্যমকর্মীদের ৪২ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার ২০২৩ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নির্বাচিত হলেন নারায়ণগঞ্জ জেলার কৃতি সন্তান,নারায়নগঞ্জ এডিটরস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু।

মঙ্গলবার ১৪ মার্চ বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম এ ঘোষণা দেন। মূলতঃ সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যেই জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক পদ থেকে মহাসচিব হিসেবে পদোন্নতি দেয়া হয়। একই সাথে সাবেক মহাসচিব মোঃ ফারুক হোসেনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থ সম্পাদক লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলুকে যুগ্ম মহাসচিব, সহ সংগঠনিক সম্পাদক মোঃ রাসেল সরকারকে সাংগঠনিক সম্পাদক এবং প্রযুক্তি সম্পাদক মোঃ হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কার্যকরী সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক মোঃ আবুল বাশার মজুমদার, ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট মোঃ আলতাফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আজিম উদ্দিন ও প্রচার সম্পাদক হাসান আলী  প্রমুখ।

আরও পড়ুন...

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য স্কুল ব্যাগ ও স্যান্ডেল বিতরণ এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন মেনীখালি তীরে সাহাপুরে অবস্থিত বেদে সম্প্রদায়ের …