21 Ashin 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / দূর্ঘটনা / দিয়াবাড়ির লেক থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিয়াবাড়ির লেক থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিউজ ব্যাংক ২৪. নেট : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের বয়স আনুমানিক ১৬ বছর। শনিবার (৪ মে) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ মরদেহ দুটি উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ৩টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে মারা যাওয়া দুজনের নাম জানা যায়নি। তবে তারা নবম শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলের নবম শ্রেণীর মোট পাঁচজন শিক্ষার্থী উত্তরা ১৬ নং সেক্টরের লেকে ১০ নং ব্রিজের কাছে গোসল করতে নেমেছিলেন। তাদের মধ্যে ২ জন বেশি গভীরে গিয়ে নিখোঁজ হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে তুরাগ থানায় হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন...

না’গঞ্জে বিসিকে গ্যাসলাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ড

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটী এলাকায় বিসিকের গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। …