নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ১৪ মে দুপুর ১ টায় নাসিক ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল মীরপাড়া এলাকার মেসার্স মনির এন্টারপ্রাইজের ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন মালিকপক্ষ। তবে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেছেন, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে আমাদের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে আগুন ধরার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত করে বিষয়টি দেখা হবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
newsbank24.net সত্যের পথে সবসময়