আরো খবর
রাজধানী ঢাকার তিন এলাকায় বিজিবি মোতায়েন
নভেম্বর ২৬, ২০২৪
নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর আয়োজনে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকাভূক্তির ২য় বর্ষপূর্তি উদযাপন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ শে সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সেলিম ওসমান বার ভবনে এড. গাজী মোঃ শাহপরান ও এড. এমএম হাসান’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট হাসান ফেরদৌস জুয়েল।
এসময় প্রধান অথিতির বক্তব্যে জেলা আইনজীবি সমিতিরি এডভোকেট সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, ২১ ব্যাচের আইনজীবিরা ভালো করছে। তবে আইনজীবিরা চাইলেই সবকিছু করতে পারেনা। আদালত পাড়ায় আমরা দালাল টাউটদের কমিয়ে এনেছি। আইনজীবিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যারা নতুন ভাবে বার কাউন্সিলের তালিকাভুক্তি হন তাদেরকে আমরা ৫ থেকে ৮ বছর টিকে থাকতে পারেনি তাদের সেই ধৈর্য দেখি। কেননা এই পেশায় অনেকে আসলেও ৫ বছরের মাথায় অনেকে ঝরে যায়। যারা এই সময়টা পার করে ফেলে তারা টিকে যায়। তারাই তখন একজন ল’ইয়ার হন।
অনুষ্ঠানে এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর সদস্য এডভোকেট রাকিবুল হাসান সুপ্রিম কোর্টের সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ আলাউদ্দিন মিয়া, সহ-সভাপতি এড. রবিউল আলম রনি, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোঃ কামাল হোসেন সহ জেলা আইনজীবী সমিতির ব্যাচ-২১ এর এড. শাহাদাৎ হোসেন, এড. গোলাম মর্তুজা, এড. আসলাম খান, এড. আবু রায়হান, এড. রাকিবুল হাসান, এড. আশরাফুল, এড. অমি, এড. হেলাল উদ্দিন রবিন, এড. মনির খান, এড. নুরু মিয়া, এড. রত্না, এড. হ্যাপি, এড. দিলিপ সিং, এড. শরিফুল ইসলাম, এড. মিলন মেহেদি, এড. আবু রায়হান, এড. শাহাদাৎ হোসেন, এড. ইফতেখার রোমান, এড. জামাল, এড. ইকবাল হোসেন, এড. ইমরান আহমেদ ইমন, এড. মাজেদুল ইসলাম সম্রাট, এড. ফিরোজ আলম, এড. আনোয়ার হোসেন, এড. সাইফুর রহমান, এড. ফারজানা রহমান, এড. ইভা, এড. সনিয়া সাহা, এড. শিহাব, এড. দিদারুল, এড. নিপা, এড. সৈকত, এড. নুরুজ্জামান, এড. ফয়েজ আহমেদ, এড. লক্ষ্মী রানী, এড. বোরহানউদ্দিন, এড. আফরিন চৈতী, এড. উম্মা হানি সৌদিয়া ও এড. রত্না সহ সকল সদস্যবৃন্দ।