21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়

না’গঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সাক্ষাৎ ও মতবিনিময়

নিউজ ব্যাংক ২৪. নেট : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর নেতৃবৃন্দ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারেরে সাথে সাক্ষাত ও মতবিনিময় করেন।
বৃহস্পতিবার ২১ নভেম্বর দুপুর ১২ টায় সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম।
জেলা ও মহানগর সহ-সভাপতি যথাক্রমে মাও. শফিকুল ইসলাম ও নুর হোসেন, জেলা ও নগর সেক্রেটারি যথাক্রমে জাহাঙ্গীর কবির ও মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান আলী প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমানে কিছু লোক আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। যুবদলের থানা সেক্রেটারি মোঃ সেন্টু মিয়া নগর দায়িত্বশীকে ফোনে হুমকি ও টাকা দাবি করেছে। এনায়েতনগরের আল-আমিন সে ২নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। নিরপরাধ মানুষকে এরকম হয়রানি কি মানে হয়?
পুলিশ সুপার মহোদয়ের কাছে নেতৃবৃন্দ এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলার সঠিক তদন্ত সাপেক্ষে যারা এরকম মামলা বাণিজ্য করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন...

জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর এর আয়োজনে আলোচনা সভা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা …