21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তিনামা বাস্তবায়ন,  সকল কারখানায় ট্রেড ইউনিয়ন,  গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু ও ক্রোনী গ্রুপের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের দাবীতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৮ নভেম্বর বিকেলে নারায়নগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাহমুদ হোসেন এর সভাপতিতে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শ্রমিক আন্দোলনের অন্যতম শ্রমিক নেতা এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি আবু সাঈদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিক জননেতা জাহাঙ্গীর আলম গোলক, বাংলাদেশ লেবার ফেডারেশন এর সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’র যুগ্ম সম্পাদক জেসমিন আক্তার,  বিসিক আঞ্চলিক কমিটি নারায়ণগঞ্জ এর সভাপতি রমজান শেখ।
নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, ত্রিপক্ষীয় ১৮ দফা চুক্তিনামা বাস্তবায়ন অচিরেই সরকারের করতে হবে। সারা বাংলাদেশে সকল কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন শ্রমিকদের করতে হবে,  গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্প মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।  তাছাড়া সর্বপরি ক্রোনী গ্রুপের শ্রমিকদের বেতন-ভাতা ও ওভারটাইম সহ ন্যায্য পাওনা পরিশোধের দাবীতে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ নেতৃবৃন্দ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র‍্যাব-১১, সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার, বিকেএমইএ, বিজিএমইএ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, কল কারখানা অধিদপ্তর, শ্রম অধিদপ্তর সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করেন। অতি দ্রুত ক্রোনী গ্রুপের শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য আহবান করেন নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

প্রয়াত সাংবাদিক সুলতানের রুহের মাগফেরাত কামনায় যুগের চিন্তার উদ্যোগে মিলাদ ও দোয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : দৈনিক যুগের চিন্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স …