21 Ashin 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / নারায়ণগঞ্জ হাই স্কুলে গভর্নিং বডির নির্বাচন নিয়ে ডিসিকে লিগ্যাল নোটিশ

নারায়ণগঞ্জ হাই স্কুলে গভর্নিং বডির নির্বাচন নিয়ে ডিসিকে লিগ্যাল নোটিশ

নিউজ ব্যাংক ২৪. নেট : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন- ২০২৪ এর তফসিল ঘোষণায় নিয়ম-নীতি উপেক্ষা করে অনিয়ম করার প্রতিবাদে জেলা প্রশাসক মাহমুদুল হক, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুছ ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেব, নারায়ণগঞ্জ হাই এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া ও এডহক কমিটির সভাপতি চন্দনশীলকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এডভোকেট আসমা আক্তার।

লিগ্যাল নোটিশদাতা এডভোকেট আসমা আক্তার জানান, আগামী ৮ই জুন নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে জেলা প্রশাসক মাহমুদুল হক, নারায়ণগঞ্জ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবকে প্রিজাইডিং অফিসার নিয়োগ করেন। প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেব ২০০৯ এর প্রবিধানমালা অনুযায়ী গত ১৯ মে নির্বাচন তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গত ৩ এপ্রিল নতুন গেজেট প্রকাশ করেন যা ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত হয়। প্রকাশিত গেজেটকে উপেক্ষা করে অনিয়মতান্ত্রিকভাবে জেলা প্রশাসক মনোনীত প্রিজাইডিং অফিসার ২০০৯ সালের গেজেটে কেনো গভর্নিং বডির নির্বাচন ২০২৪ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী হবে না এই মর্মে জেলা প্রশাসক মাহমুদুল হক, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার, জেলা শিক্ষা কর্মকর্তা ইউনুছ ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেব, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া ও এডহক কমিটির সভাপতি চন্দনশীলকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তিনি জানান, একটি সরকারী গেজেট প্রকাশিত হওয়ার পর পূর্ববর্তী গেজেটের কোনো কার্যকারিতা থাকেনা। কোনো অদৃশ্য কারনে প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেব এই অনিয়মের মাধ্যমে গোপনে নির্বাচন সম্পন্ন করার প্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন। উল্লেখিত নোটিশ গ্রহীতারা যদি ৩ কর্মদিবসের মধ্যে জবাব প্রদান না করেন তাহলে আদালতে মামলা করা হবে। তিনি জানান, ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেবকে অন্যত্র বদলী করায় তার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা বিধি বহির্ভূত।

এদিকে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত এস এম আবু তালেব ঘোষিত তফসিল অনুযায়ী গভর্নিং বডির নির্বাচনের মনোনয়ন পত্র অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া জমা গ্রহণ করেছেন। এ ব্যাপারে লিগ্যাল নোটিশ প্রাপ্তির পর অধ্যক্ষ কোনো মনোনয়নপত্র বিধি বহির্ভূতভাবে গ্রহণ করতে পারেন না বলে নোটিশ দাতা আবদুস সালাম জানিয়েছেন। তিনি জানান, জেলা প্রশাসক লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন। যেহেতু প্রিজাইডিং অফিসার ইতিমধ্যে অন্যত্র বদলী হয়েছেন সে কারনে তার অনুপস্থিতিতে অধ্যক্ষ কোনো মনোনয়নপত্র গ্রহণ করতে পারেন না।

এ বিষয়ে অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু পূর্ববর্তী তফসিল অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়নপত্র গ্রহণ করার নির্ধারিত সময় ছিল আমি সে কারনে মনোনয়নপত্র গ্রহণ করেছি। ২০২৪ সালের প্রকাশিত গেজেট উপেক্ষা করে কেনো ২০০৯ সালের গেজেট অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হচ্ছে এ প্রসঙ্গে তিনি জানান, এটি প্রিজাইডিং অফিসার এস এম আবু তালেবের স্বাক্ষরে প্রকাশিত হয়েছে। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না। প্রিজাইডিং অফিসার আবু তালেবের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হয়নি।

আরও পড়ুন...

বাংলা ব্লকেড : সরকারকে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিউজ ব্যাংক ২৪. নেট : কোটা আন্দোলনের দাবি মেনে নিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন …