12 Ashin 1430 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সারাদেশ / প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ কক্সবাজারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ কক্সবাজারে

নিউজ ব্যাংক ২৪. নেট : আগামীকাল বুধবার ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন দেশের পর্যটন নগরখ্যাত কক্সবাজারে। ঐ দিন কক্সবাজারে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ ২০২২ এ যোগদান ছাড়াও জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। শহরের সমুদ্র সৈকত সংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জনসভা।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে বরণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের গতিও বেড়ে গেছে কয়েকগুণ। জেলার সব স্থানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রীর আগমন।

দেশের চলমান রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত ১ সপ্তাহের বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর সদস্যরা প্রধানমন্ত্রীর সম্ভাব্য যাতায়াতের স্থানে জোর নজরদারি অব্যাহত রেখেছেন। জনসভাস্থল ও এর আশেপাশেও তাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ফলে জনসভায় আগত দলীয় নেতা—কর্মীদের কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা পার হয়েই সভায় যোগদান করতে হবে।

আরও পড়ুন...

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবু’র হাইকোর্টে জামিন

নিউজ ব্যাংক ২৪. নেট : জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত …