নিউজ ব্যাংক ২৪. নেট : ‘‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ মার্চ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে বন্দর উপজেলা নির্বাচন অফিস।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও বন্দর উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল কাদিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ রশীদ।
উপজেলা সহকারি কমিশণার (ভূমি) সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা পর্বে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোখলেছুর রহমান চৌধুরী, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা, বন্দর থানা প্রেসক্লাবের সাব্বির আহমেদ সেন্টু, বন্দর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ
সম্পাদক মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।