23 Agrohayon 1430 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খেলাধুলা /  বন্দর থানা ক্রীয়া কল্যাণ পরিষদ’র শুভ উদ্বোধন

 বন্দর থানা ক্রীয়া কল্যাণ পরিষদ’র শুভ উদ্বোধন

নিউজ ব্যাংক ২৪. নেট :  খেলাধুলা মনের খাবার যোগায়। খেলাধুলা মাদক থেকে দুরে রাখে। আর আগামী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করে প্রজন্মকে মাদক থেকে দুরে রাখার জন্য ২০০০ সালে বন্দর থানা ক্রীড়া কল্যান পরিষদ প্রতিষ্ঠিত হয় । গত ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডস্থ সরকারি কদম রসুল কালেজ সংলগ্ন স্থানে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ শীল শুভ উদ্বাধন করে।
বন্দর থানা ক্রীয়া কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আলী আজহার তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দ শীল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক বন্দর থানা আওয়ামী লীগ কাজিম উদ্দন প্রধান, নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, নাসিক ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর  মোঃ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ  জেলা শাখার ভূমি অফিসার কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, বন্দর প্রেন্স ক্লাবের সভাপতি মোঃ মোবারক হোসেন কমল, ক্রীয়া কল্যাণ পরিষদের ডেপুটি ডাইরেক্টর আলী আশরাফ তৌফিক, বিশিষ্ট শিল্পপতি মোঃ চাঁন মিয়া, করেলা গ্রুপের পরিচলক মোঃ গোলাম মাসুদ আরও আনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

কাশীপুরে ওয়ারিশ সরদার বাড়ি যুব সমাজের গোল্ড কাপ নাইট ক্রিকেটের পুরস্কার বিতরণ

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে ওয়ারিশ সরদার বাড়ি যুব সমাজের …