19 Chaitro 1429 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে বাসদের মানববন্ধন

বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে বাসদের মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে মোগরাপাড়া চৌরাস্তায় শুক্রবার ৩ ফেব্রুয়ারি বিকাল ৪ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদের সোনারগাঁ উপজেলার সমন্বয়ক বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ,

সামাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, বাসদ সোনারগাঁ উপজেলার সদস্য আনোয়ার খাঁন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সরকার ১৯ দিনের মধ্যে বিদ্যুতের দাম দুইবারে ১০% এবং গ্যাসের দাম ৮২% বাড়িয়েছে। গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের ভোগান্তি আরও বাড়িয়েছে। একদিকে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। ৬৮% মানুষ খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে। আবার গ্যাস-
বিদ্যুতের দাম বাড়ায় আরেক দফা জিনিসপত্রের দাম বাড়বে। গ্যাস-বিদ্যুতের সিস্টেম লসের নামে চুরি, দুর্নীতি, অনিয়ম বন্ধ হলে দাম বাড়ানোর প্রয়োজন হতো না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যারা কুইক রেন্টালের বিরোধিতা করবে তাদের বিদ্যুৎ দেয়া হবে না। বিদ্যুৎতো
প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সম্পত্তি নয়, এটি জনগনের সম্পদ। গত ১৪ বছর ধরে ক্যাপাসিটি চার্জের নামে কুইক রেন্টাল কোম্পানিগুলোকে বসিয়ে বসিয়ে ৯৬ হাজার কোটি টাকা দেয়া হয়েছে। ফলে এ বোঝা জনগনের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। একদিকে জনগন গ্যাস পাচ্ছে না, আবার গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। আমরা বার বার বলেও গ্যাস ক্ষেত্রগুলো থেকে সরকার গ্যাস উত্তোলন করেনি। শুধুমাত্র লুটপাটের প্রয়োজনে বিদেশ থেকে গ্যাস আমদানির সিদ্ধান্ত নেয়।

নেতৃবৃন্দ আরও বলেন, আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋনের শর্ত পুরণে সরকার গ্যাস- বিদ্যুতের দাম বাড়িয়েছে। বর্তমান ফ্যাসিস্ট ভোট ডাকাতির সরকারের জনগনের প্রতি দায় নেই। ফলে জনগনের বিরুদ্ধে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছে। নেতৃবৃন্দ ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য জনগনের প্রতি উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন...

মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিসের না’গঞ্জে গণ মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও বন্দি আলেমদের …