12 Ashin 1430 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আন্তর্জাতিক / বিশ্বে করোনায় মোট আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেল

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেল

নিউজ ব্যাংক ২৪ ডট নেট  :  সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত ৪০ লাখ ছাড়িয়ে গেল। আর মোট মারা গেছে ২ লাখ ৭৬ হাজারের বেশি।

এদিকে, সুস্থ হয়েছে তাও কম নয়, ১৩ লাখ ৮২ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে ইতালি। একদিনে দেশটিতে মারা গেছে ২শ’ ৪৩ জন।

ব্রাজিলে ২৪ ঘণ্টায় রেকর্ড ৮০৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রায় ১০ হাজার মানুষের প্রাণ গেছে করোনায়।

যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। নতুন করে দেশটিতে প্রাণ হারিয়েছে ৬শ’ ২৫ জন। আক্রান্ত দুই লাখ ১১ হাজারের বেশি।

করোনার প্রভাবে এপ্রিল মাসেই যুক্তরাষ্ট্রে কর্মহীন হয়েছে দুই কোটি ৫ লাখ মানুষ। দেশটিতে করোনায় মারা গেছে ৭৮ হাজারের বেশি। আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে।

স্পেনে একদিনে মারা গেছে ২শ’ ৪৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজারের বেশি।

মৃত্যু কম থাকলেও রাশিয়ায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা।একদিনেই আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৭ হাজারের বেশি।

ভারতে এখন পর্যন্ত আক্রান্ত প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গেছেন ১৯শ’ ৮৫ জন। সুূত্র : রয়টার্স

আরও পড়ুন...

সৌদি আরবের ক্রাউন প্রিন্স সালমানকে বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ব্যাংক ২৪. নেট : সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফর করতে …