10 Falgun 1430 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / বৃষ্টি উপেক্ষা করে না’গঞ্জে আজমেরী ওসমানের অবরোধ বিরোধী শান্তি মিছিল 

বৃষ্টি উপেক্ষা করে না’গঞ্জে আজমেরী ওসমানের অবরোধ বিরোধী শান্তি মিছিল 

নিউজ ব্যাংক ২৪. নেট :   বৈরী আবহাওয়াসহ প্রাকৃতিক দূর্জোগ বৃষ্টি উপেক্ষা করে হরতাল ও অবরোধের প্রতিবাদে শা‌ন্তির প্রতীক সাদা পতাকা ও জাতীয় পতাকা নিয়ে রাজপথে নারায়ণগঞ্জের যুবনেতা আলহাজ্ব আজমেরী ওসমান।

নারায়ণগঞ্জ শহর ও আশপাশের মহাসড়কে অবরোধ বিরোধী সাদা পতাকাবাহী শান্তি মিছিল করে সারা বাংলাদেশে তিনি নজির সৃষ্টি করেছেন।

বিএনপি জামায়াতসহ বিরোধীদের ডাকা ১০ম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের  ২য় দিনে বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিকাল ৫ টার দিকে নগরীর আল্লামা ইকবাল রোড থেকে অবরোধ বিরোধী শান্তি’র পতাকার মিছিল বের হয়।

এসময় তার বাসভবন থেকে বের হয়ে চাষাঢ়া হয়ে , লিংকরোড, সাইনবোর্ড, আদমজী-চিটাগাং রোড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাড়া- পঞ্চবটিসহ নগরীর প্রধান প্রধান সড়কগু‌লো প্রদ‌ক্ষিণ ক‌রে নিজ বাসভবনের সামনে এসে মিছিলটি সমাপ্তি হয়।

এর আগে গত ২দিন পূর্বে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভিডিও কন্ফারেন্সর মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেন।

মিছিলে নেতাকর্মীরা সাদা পতাকা হাতে মটরসাইকেলে চড়ে স্লোগানে স্লোগানে নারায়ণগঞ্জের রাজপথ প্রকম্পিত করে তোলে। এসময় মিছিলটিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামীলীগ নেতা হামিদ প্রধান, মো. নাসির, মো. খায়রুদ্দিন মোল্লা, মো. হোসেন রেজা, মো. সুমন, মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফা ভান্ডারী সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জে কমরেড হেনা দাসের জন্ম শতবর্ষ উৎযাপন

নিউজ ব্যাংক ২৪. নেট : কমরেড হেনা দাসের জন্ম শতবর্ষ উপলক্ষে সোমবার ১২ ফেব্রুয়ারি ২০২৪  সকাল …