19 Chaitro 1429 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / রূপগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

রূপগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২ মার্চ সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ পাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক।

সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিগান মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সিয়ান এগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও তারাবো পৌরসভার কাউন্সিলর লায়ন এবিএম আতিকুর রহমান প্রমুখ।

মেলায় ২০ টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, পাখি, মুরগি, কবুতর, ঘাস প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনীয় অনুষ্ঠানে সিয়ান ও নাবিলা যৌথভাবে প্রথম স্থান অর্জন করে।

আরও পড়ুন...

নিত্যপণ্যের দাম কমানো এবং রেশন ও ন্যায্যমূল্যের দোকানের দাবিতে না’গঞ্জে বাম জোটের সমাবেশ ও মিছিল

নিউজ ব্যাংক ২৪. নেট : নিত্যপণ্যের দাম কমানো এবং গ্রাম শহরে নি¤œ আয়ের মানুষের জন্য রেশন …