22 Magh 1429 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সাক্ষাৎকার / শোক দিবসে ৫০০ দিনমজুর কে খাবার বিতরন করবেন রাগীব হাসান ভুইয়া

শোক দিবসে ৫০০ দিনমজুর কে খাবার বিতরন করবেন রাগীব হাসান ভুইয়া

নিউজ ব্যাংক ২৪ ডট নেট :  নারায়নগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়ার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতীর জনক বংগবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৫০০ অসহায় গরীব মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হবে বলে জানিয়েছেন।

১৫ ই আগষ্ট নারায়নগঞ্জ মন্ডলপাড়া জাগ্রত সংসদের কার্যালয়ের নিচে নিমতলা লেকের মাঝে এই খাবার বিতরন করা হবে।
এ দিকে জানা যায় রাগীব হাসান ভুইয়া প্রতি  বছরেই জাতীয় শোক দিবসে ২ হাজার মানুষের খাবার বিতরন করেন৷ কিন্তু করোনা মহামারীর কারনে লোক সমাগম যেনো না হয় স্বাস্থবিধী মেনে এবার অল্প পরিষরে করবেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে রাগীব হাসান ভুইয়া এই   তথ্য জানিয়েছে।

আরও পড়ুন...

মহামারী করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে রমজান মাসেও ছিলেন ইব্রাহীম মোল্লা

  নিউজ ব্যাংক ২৪ ডট নেট  : সমগ্র পৃথিবী যখন অর্থনৈতিক মন্দা সময় মহামারী করোনা …