21 Agrohayon 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শিক্ষা ও তথ্য প্রযুক্তি / সিদ্ধিরগঞ্জে প্রধান শিক্ষকের পুণঃনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে প্রধান শিক্ষকের পুণঃনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

নিউজ ব্যাংক ২৪. নেট : দুর্নীতির দায়ে বরখাস্তকৃত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী নাজমুল হুদার পুণঃনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে ঐ স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার ১০ সেপ্টেম্বর দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলীস্থ বিদ্যালয়টির সামনে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক নাজমুল হুদার নানা অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে তাকে উক্ত বিদ্যালয়ে পুণঃনিয়োগ না দেওয়ার দাবি জানান।

প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা। তিনি বলেন, দুর্নীতিবাজ শিক্ষকের (গাজী নাজমুল হুদা) দুর্নীতির কারণে আমাদের এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আমরা তাকে আর এই বিদ্যালয়ে চাই না। তিনি স্বসম্মানে পদত্যাগ করে এখান থেকে চলে যাক। তিনি পদত্যাগ করছে না বিধায় আমরা নতুন শিক্ষক নিয়োগ দিতে পারছি না। তিনি ৭ লক্ষ ৭৭ হাজার ১৯৪ টাকা এই স্কুল থেকে হেরফের করেছেন। শিক্ষকদের চাপে পড়ে তিনি এই টাকা পরবর্তীতে জমাও দিয়েছেন। ইতিপূর্বে তার কর্মদিবস ছিলো মাত্র ৯১ দিন। এই ৯১ দিনের মধ্যে ৩৬টি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যা তদন্তে প্রমাণিতও হয়েছে।

মানববন্ধনে অভিভাবক প্রতিনিধি মোঃ মোশাররফ হোসেন বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক ছাড়া চলতে পারে না। আমরা বারবার কমিটির পক্ষ থেকে তাকে অনুরোধ করে বলেছি, যেহেতু আপনি দুর্নীতিগ্রস্থ হিসেবে প্রমাণিত, সেহেতু আপনি আপনার সম্মান নিয়ে এখান থেকে চলে যান। আপনার
সকল পাওনাদি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তারপরও তিনি পদ না ছেড়ে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। কোন দুর্নীতিগ্রস্থ শিক্ষককে
আমরা এই বিদ্যালয়ে আসতে দেবো না।

এদিকে অভিযুক্ত শিক্ষক গাজী নাজমুল হুদার বিষয়ে একই দিন তদন্ত করতে আসেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুছ ফারুকী। এসময় তিনি
সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই গাজী নাজমুল হুদার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে আমরা ডকুমেন্টারি ক্ষতিয়ে দেখছি।
প্রতিবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষকে জমা দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন...

আন্দোলনকারীরা শুক্রবার সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে

নিউজ ব্যাংক ২৪. নেট : কোটা সংস্কার আন্দোলনে নতুন ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়ন, আজকের …