12 Kartrik 1431 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / সৈয়দপুরে ইব্রাহীম মোল্লার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরন

সৈয়দপুরে ইব্রাহীম মোল্লার নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরন

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সারা বিশ্বে চলমান মহামারি করোনা ভাইরাস বিস্তারের কারনে দেশে চলছে অঘোষিত লকডাউন। আর গৃহবন্দি কোটি কোটি মানুষ আজ খাদ্যের জন্য দেশের সরকার ও বিত্তবানদের মুখের দিকে রয়েছে তাকিয়ে। দরিদ্র মানুষদের কাজ কর্ম না থাকার কারনে সমাজের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাছাড়া বর্তমানে মহামারীর পাশাপাশি চলছে পবিত্র মাহে রমজান।
সাধারণ মানুষের এসব  দূর্দশা দেখে বঙ্গবন্ধুর কণ্যা  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা নির্দেশ করেছেন জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানরা যেন করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সাহায্য সহযোগীতা করেন। তাই দলীয় সভানেত্রীর নির্দেশে করোনায় চলমান মহামারীকালে অসহায়দের মাঝে একাধিক বার নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী  ও রমজান উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ সদস্য ও গোগনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ ইব্রাহীম মোল্লা।
শুক্রবার ১৫ই মে  বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন গোগনগর ইউনিয়নস্থ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বিতরণের ৫ম ধাপে নিজস্ব অর্থায়নে
যুবলীগ সভাপতি ইব্রাহীম মোল্লা এই ঈদ সামগ্রী বিতরণ করেন।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরন করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ইব্রাহীমের মোল্লা বলেন, আমি সাধারণ মানুষের পাশে এসে দাড়াতে পেরেছি এটাই শুধু আমার চাওয়া, অন্য কিছু নয়।  আমার সাধ্য অনুসারে যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় দের পাশে থেকে কাজ করবো। ‘উল্লেখ্য এর আগে ইব্রাহিম মোল্লা অত্র ইউনিয়নে ৪ বার খাদ্য সামগ্রী বিতরন করেছিলেন।
প্রধান অতিথি আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, আমরা অনেক পাপ করেছি এজন্য আমাদের মহামারী হিসেবে করোনা আসছে। এতে ভয় পেলে হবেনা, সাহসের সহিত প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ বিএনপি বুঝিনা সবাইকে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দিতে হবে। যারা মানুষের পাশে এসে দাড়িয়েছে তারা প্রকৃত মানুষ। ইব্রাহীম মোল্লা এগিয়ে এসেছে, তার মত অন্যান্য বিত্তবানরাও এগিয়ে আসার আহবান জানাই । একই লোককে বার বার ত্রান না দিয়ে সবাইকে প্রদান করতে নেতাকর্মীদের নির্দেশ দেন। তাছাড়া মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন তিনি।
ঈদ উপহার সামগ্রীর  প্রতিটি ব্যাগের মধ্যে ছিলো- পোলাও চাল ১ কেজি, চিনি ১ কেজি, তেল ১ লিটার, সেমাই ২ পদের ১ কেজি, গুড়া দুধ ৫০০ গ্রাম বিতরন করেন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন, গোগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সদর থানা যুবলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাহিদ রহমান, আওয়ামী লীগ নেতা দৌলত শিকদার, কামাল হোসেন, হাজ্বী সিরাজুল হক মোল্লা, গোগনগর ইউপি সদস্য নাজমা বেগম, মোঃ রাজু, মোশারফ হোসেন, তানভীর, মৃদুল, নুরু, বছির শিকদার, মোঃ জানে আলম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন...

নিখোঁজের ২১ দিনেও খোঁজ মেলেনি সুমাইয়ার ! 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শহীদনগর ডিয়ারা (ব্যাংক কলোনী) এলাকার  হাছিনা বেগমের …