নিউজ ব্যাংক ২৪. নেট : ‘ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী হওয়ার পরেও তিনি কিভাবে শ্রমিকদের অধিকার বঞ্চিত করেন’ বলে প্রশ্ন রেখেছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক শ্রমিক নেতা আলহাজ কাউসার আহম্মেদ পলাশ।

তিনি বলেছেন, ‘ড. ইউনূসের মত সুদখোর, সুদের টাকার জন্য ঘরে ঘরে অশান্তি সৃষ্টিকারী, দাবানল জ্বালিয়ে দেয়া ব্যক্তি কিভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়? ড. ইউনূস তো অশান্তির মহানায়ক। সে শ্রমিকদের ঘামের টাকা দিয়ে নোবেল পুরস্কার নিয়ে এসেছেন।’
শনিবার ৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ৭৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশাল এক শ্রমিক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি অবিলম্বে ড. ইউনূসের নোবেল পুরস্কারটি বাতিল করার জোর দাবি জানান। শিল্প মালিক কর্তৃক শ্রমিকদের হয়রানী বন্ধকরণ, শ্রমিকদের ন্যায্য দাবী বাস্তবায়ন, শ্রম আইন লঙ্ঘনকারী ড. ইউনুস এর বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নারায়ণগঞ্জে তাৎক্ষণিকভাবে এ বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা আলহাজ কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন – সংগঠনটির অন্যতম নেতা মো. গোলাম কাদির, জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এড. হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ফতুল্লা থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. জাহাঙ্গীর আলম মেম্বার, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা কমিটির সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহ সভাপতি অহিদুর রহমান, সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক কবির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক জামাল আহম্মেদ, প্রচার সম্পাদক লিটন শিকদার, দাপা ইউনিট শ্রমিক লীগের সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, নৌযান শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আনিসুর রহমান মাস্টার, ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সভাপতি ফারুক আকন্দ, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো. জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. বশির মিয়া প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল চাষাঢ়া শহীদ মিনার থেকে বেরিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাব হয়ে শহরের প্রাণকেন্দ্রের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূনরায় চাষাঢ়া বিজয়স্তম্ভে এসে শেষ হয়।