14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / আইনজীবী সমিতির নির্বাচনে শতভাগ জয়ের জন্য শেষ দিনের তাক লাগানো প্রচারণায় নীল প্যানেল

আইনজীবী সমিতির নির্বাচনে শতভাগ জয়ের জন্য শেষ দিনের তাক লাগানো প্রচারণায় নীল প্যানেল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারনার শেষ দিনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী  ও সমর্থকরা। জয়ের জন্য শতভাগ আশাবাদী বিএনপি সমর্থিত প্যানেলের সদস্যবৃন্দরা।

মঙ্গলবার ২৬ আগস্ট দুপুরে বিএনপি সমর্থিত হুমায়ুন-আনোয়ার প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় ব্যাপক প্রচারণা চলে। নীল প্যানেলের পক্ষে ভোট চেয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো আদালত প্রাঙ্গণ।

এদিন প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ প্রার্থী এবং কর্মী-সমর্থকরা আইনজীবীদের প্রচারনার শেষ দিনে ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন এবং আদালত পাড়ায় মিছিল সহকারে গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট জাকির হোসেনসহ সিনিয়র জুনিয়র শতাধিক আইনজীবী।

আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মামুন মাহমুদ, সদস্য এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হানসহ প্রমূখ।

আরও পড়ুন...

বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেল’র না’গঞ্জ আদালত পাড়ায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

নিউজ ব্যাংক ২৪. নেট :  নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ …