15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র‍্যাবের ৪৩২ টহল দল, ঢাকায় ১৪৮

আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে র‍্যাবের ৪৩২ টহল দল, ঢাকায় ১৪৮

নিউজ ব্যাংক ২৪. নেট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আজ বুধবার থেকে ষষ্ঠ দফায় টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সের ১৪৮টি দলসহ সারাদেশে ৪৩২টি টহল দল মোতায়েন করা হয়েছে।

বুধবার ২২ নভেম্বর সকালে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র‌্যাব টহলের মাধ্যমে এস্কর্ট প্রদান করে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন...

না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যালের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভের আশাবাদী

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী …