26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য পুলিশ সুপারের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
শনিবার ৭ সেপ্টেম্বর সকাল ১১ টায় এসপি সাহেবের আমন্ত্রণে অফিসের সভা কক্ষে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।  এসময়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ হয়।  এসপি সাহেব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম, যুব আন্দোলন নগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি শাহীন আদনান প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতিকল্পে যেকোন সময় যেকোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।  আমরা চাই দুর্নীতি ও দু:শাসন দূরীভূত হোক।  পুলিশের একটি স্লোগানও আছে- “পুলিশ জনগণ, জনগণই পুলিশ”।  সুতরাং পুলিশের বন্ধু জনগণ।  সে হিসেবে আমরা বন্ধু হিসেবে সার্বিক সহযোগিতা করতে চাই।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …