নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এবং সাধারণ জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার ১৮ অক্টোবর সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়মের সমাধিস্থল প্রাঙ্গণে এই যুব সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের যুবদলের নেতাকর্মীদেরকে পৌঁছে দিতে হবে। এই ৩১ দফাই আগামীর রাষ্ট্রগঠনের মূল ভিত্তি।বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে, মানুষে কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়ের বাংলাদেশ।

যুব সমাবেশ শেষে বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমানের ৩১দফা রাষ্ট্র বাস্তবায়নে লিফলেট জনসাধারণ, দোকানদার, পথচারী, রিক্সা চালকদের মাঝে বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
তাছাড়া যুব সমাবেশে মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন যুবদলের হাজার হাজার নেতাকর্মীরা তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
newsbank24.net সত্যের পথে সবসময়