15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / আইন আদালত / আনার হত্যাকাণ্ড ! ডিবিতে আসছে ভারতীয় স্পেশাল পুলিশ

আনার হত্যাকাণ্ড ! ডিবিতে আসছে ভারতীয় স্পেশাল পুলিশ

নিউজ ব্যাংক ২৪. নেট : মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ জানিয়েছেন, ভারতীয় পুলিশের স্পেশাল একটি দল ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের তদন্তে ঢাকায় আসছে। তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কাজ করবে।

আনারের মৃত্যুর ঘটনায় জড়িত গ্রেফতার বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশি পুলিশের সঙ্গে তারা নানা বিষয় নিয়ে আলোচনা করবে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালের মধ্যে ভারতীয় পুলিশের টিম ডিবিতে এসে পৌঁছাবে বলে জানান তিনি।

ডিবি সূত্র জানায়, ভারতের পুলিশ সদস্যরা আনোয়ারুল আজীমের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। তারা হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশে গ্রেফতার তিন আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন। এ ঘটনায় সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক গ্রেফতারের বিষয়েও আলোচনা হবে।

এর আগে গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখানে ১৩ মে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করা হয়েছে বলে জানায় ডিবি। এঘটনায় ব্যবহৃত গাড়িও জব্দ করেছে কলকাতার পুলিশ।

আরও পড়ুন...

না’গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যালের প্রার্থীরা পূর্ণ প্যানেলে জয়লাভের আশাবাদী

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী …