নিউজ ব্যাংক ২৪. নেট : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’২০২৫ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টায় বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে “সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে “না” বলুন, নারী ও কন্যার অগ্রসর মানতা নিশ্চিত করুন”- এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ।
পরিচালনা করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন।
লিখিত বক্তব্য পাঠ করেন লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট জেসমিন আজিজা, প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন সাবেক সভাপতি লক্ষ্মী চক্রবর্তী ও বর্তমান সভাপতি রীনা আহমেদ।
বাংলাদেশ মহিলা পরিষদ সারা দেশব্যাপী প্রতি বছরের ন্যায় ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৫ পালন করছে।
নারায়ণগঞ্জ জেলা শাখা সংবাদ সম্মেলন, নারী-পুরুষ ও তরুণ-তরুণদের সাথে মতবিনিময় সভা, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশাসনের সাথে মত বিনিময় সভা, রোকেয়া রান (সুলতানার অভিযাত্রা), সমাপনী সভা, লিফলেট বিতরণ ও প্রচারণা, পত্রিকায় লেখা প্রকাশ ইত্যাদি। এই সময়ে সাইবার সহিংসতা, হত্যা, ধর্ষণ, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নিপীড়ন, উত্যক্তকরণ বেড়েই চলেছে। এ বছর জাতীয় পত্রিকায় সারা দেশের নারী ও কন্যা নির্যাতনের পরিসংখ্যান এসেছে প্রায় ২৫০০টি, নারায়ণগঞ্জে ৩৪০টি। এই সংখ্যা আরো বেশি হতে পারে। নির্যাতন প্রতিরোধে সাংবাদিক সমাজ, প্রশাসন সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন। এই সহযোগিতা আরো দৃঢ় করবেন বলেই আমাদের বিশ্বাস। আশাকরি, সকলের প্রচেষ্টায় নারী নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে।
এ সময় মহিলা পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ।
সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
newsbank24.net সত্যের পথে সবসময়