নিউজ ব্যাংক ২৪. নেট : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী এবং সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, নেজারত ডেপুটি কালেক্টর তরিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আশরাফী, জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ তারেক হাসান মাহমুদ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক সাইদুর রহমান, ফিল্ড মনিটরিং অফিসার মাহমুদা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, উপানুষ্ঠানিক শিক্ষার্থীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
“প্রযুক্তির সাথে শিক্ষা মিলে অগ্রগতির দুয়ার খোলে”
“স্বাক্ষর মানুষ দক্ষ হবে, সমৃদ্ধ দেশ গড়ি তবে,” “সাক্ষরতার আলো ছড়ায় সেতু গড়াই,” “প্রযুক্তির পাঠশালা, সবার জন্য খোলা ” ইত্যাদি শ্লোগান নিয়ে কর্মসূচি পালন করা হয়।
আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে যারা অষ্টম শ্রেণির আগেই ঝরে যায় তাদের জন্য কারিগরি ও ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে বলে সভায় জানানো হয়।