নিউজ ব্যাংক ২৪. নেট : গৌরব ও ঐতিহ্যের ১৪৩তম শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আমলাপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, আমলাপাড়া সার্বজনীন শ্যামা পূজা উৎযাপন কমিটির সভাপতি রঞ্জিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আমলাপাড়া সার্বজনীন দুর্গা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নেতৃবৃন্দ
newsbank24.net সত্যের পথে সবসময়