নিউজ ব্যাংক ২৪ ডট নেট : বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলার আমতলী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে শুক্রবার ৮ই মে সকালে দাতা সংস্থা অক্সফ্যাম ও কোডেকের সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ-এনএসএস আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক সুরক্ষা বজায় রেখে হাইজিন কিট বিতরণ করা হয় ।
ইউপি কমপ্লেক্সে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আরপাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনএসএসএর পরিচালক এমএম জাহাঙ্গীর হোসেন, মো. জহিরুল ইসলাম, আশুতোষ রায় প্রমুখ।
হাইজিন কিট প্যাকেজে প্রত্যেক পরিবারকে ১১ টি সাবান, ৬শ’ গ্রাম ডিটারজেন পাউডার, ১০টি খাবার স্যালাইন ,২০টি সার্জিক্যাল মাস্ক ও ৮পিচ ডিসপোজাবেল স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়।