28 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ইনশাল্লাহ নির্বাচনের আগেই একটি পানির পাম্প বসিয়ে দেবো- দিলারা মাসুদ ময়না

ইনশাল্লাহ নির্বাচনের আগেই একটি পানির পাম্প বসিয়ে দেবো- দিলারা মাসুদ ময়না

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন’ উপলক্ষে আয়োজিত একটি জনসম্পৃক্ততা কার্যক্রম উপলক্ষে  নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না’র উদ্যোগে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির পালন করা হয়।

রবিবার ১২ অক্টোবর সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডস্থ নন্দীপাড়া এলাকায় নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের আয়োজনে এ উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

বক্তব্যের শুরুতে দিলারা মাসুদ ময়না বলেন, এই ১৪ নম্বর ওয়ার্ডের মানুষ আমার অত্যন্ত প্রিয়। তারা আমার ভালোবাসার মানুষ। আমি একসময় এই ওয়ার্ডেরও কাউন্সিলর ছিলাম। তাই এখানকার প্রতিটি মানুষের সঙ্গে আমার মনের টান ও গভীর সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি উঠান বৈঠকে এলাকাবাসী আমাকে একটি ডিপ পাম্প স্থাপনের আবেদন জানিয়েছেন। আমি জানি না এই এলাকায় কেএমপি বা কাউন্সিলর কে হবেন, তবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ নির্বাচনের আগেই আমি এখানে একটি পাম্প বসিয়ে দেবো। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার দিকে খেয়াল রাখবেন।

দিলারা মাসুদ ময়না বলেন, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী জনগণের পাশে থাকা আমাদের অঙ্গীকার। তাই আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে ভোট দিন, আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমি কাউন্সিলর হই বা না হই, জাতীয়তাবাদী দলের একজন কর্মী ও নেত্রী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকব, ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান যাকে এই আসন থেকে মনোনয়ন দেবেন, আমরা সবাই একসাথে তার হয়ে কাজ করব এবং ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করব। ইনশাল্লাহ বিএনপি আগামীতে সরকার গঠন করবে এটাই আমাদের লক্ষ্য, যদি আপনারা চান ও পাশে থাকেন। নন্দীপাড়া এলাকাকে আমরা নিজেদের এলাকা মনে করি, নিজেদের কেন্দ্র মনে করি। এখানকার মানুষের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ও পারিবারিক বন্ধন রয়েছে।

নারীদের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, সব জায়গাতেই কিন্তু মহিলাদের ভোটের সংখ্যা বেশি। তাই যদি আমাদের নারীরা একসাথে এগিয়ে আসে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারব। আমরা যেহেতু মহিলা, তাই নারীদের দাবি-দাওয়া আমরা অক্ষরে অক্ষরে পূরণের চেষ্টা করে যাচ্ছি।

দিলারা মাসুদ ময়না আরও বলেন, আমাদের দলের দেশনায়ক তারেক রহমান জাতীয় সংস্কার ও উন্নয়নের জন্য যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তার মধ্য দিয়েই দেশের পরিবর্তন আসবে। এর মধ্যে নারীদের জন্য থাকবে বিশেষ রেশন কার্ড ব্যবস্থা, যেখানে প্রতিটি পরিবারের অভিভাবক বা বয়োজ্যেষ্ঠ সদস্যকে এই কার্ড প্রদান করা হবে, যেন তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় এলে এই কর্মসূচির প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। আমরা নারীরা, জাতীয়তাবাদী দল হিসেবে, আপনাদের পাশে আছি এবং থাকব।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহার সুলতানা, এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া আক্তার।

এছাড়া অনুষ্ঠানে ১৪ নম্বর ওয়ার্ডসহ অঙ্গসংগঠনের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে নন্দীপাড়া মসজিদের সামনে থেকে শুরু করে এলাকার বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। তারা এলাকার নারীদের কাছে লিফলেটের বিষয়বস্তু ব্যাখ্যা করেন ও কর্মসূচি সম্পর্কে জানার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বন্যা আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, ১৩ নম্বর ওয়ার্ডের ঝুমা আক্তার, ২৩ নম্বর ওয়ার্ডের দিপালী আক্তার লিপি, এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহিলা দলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী …