18 Ashin 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময় সভা

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বাদ মাগরিব অনুষ্ঠিত সভায় উল্লেখ করা হয়, ধর্মীয় সম্প্রীতির দেশ বাংলাদেশ, সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেনো না হয় এ বিষয়ে প্রশাসন সহ সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির নেতৃবৃন্দের কোন প্রকার শঙ্কা নেই বলে জানিয়ে তারাও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশে  সবাই একসাথে সুন্দর বাংলাদেশ উপহার দিবো বলে আশ্বস্ত করেন।
অত্যান্ত সুন্দর, শান্তি – শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের পূজা  উৎসব সম্পন্ন হবে বলেও জানান নেতৃবৃন্দ।  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন উকিলপাড়া হোসিয়ারী পূজা উদযাপন  কমিটির প্রচার সম্পাদক শ্রী দিপু সাহা, সহকারী প্রচার সম্পাদক শ্রী সজীব ভৌমিক, সদস্য শ্রী সৌরভ দাস।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, কর্ম পরিষদ সদস্য হাফেজ আবদুল মোমিন, এডভোকেট গোলাম মর্তুজা প্রমূখ।

আরও পড়ুন...

জনপ্রস্তাব সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করেছে নতুনধারা

নিউজ ব্যাংক ২৪. নেট : প্রতীকী মবসন্ত্রাসী-ছিনতাইকারী-ধর্ষক-খুনীদের কুশপুত্তলিকা দাহ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার ২৬ সেপ্টেম্বর …