18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / উৎকোচ নেওয়ার অভিযোগে দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত

উৎকোচ নেওয়ার অভিযোগে দুদকের দুই কর্মকর্তা বরখাস্ত

নিউজ ব্যাংক ২৪. নেট :  ঘুষ বা উৎকোচ নেওয়ার ও দুর্নীতির অভিযোগে সহকারী পরিচালক এবং উপ-সহকারী পরিচালক পদমর্যাদার  দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
বৃহস্পতিবার ২০ জুলাই দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপ-সহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী।

এর আগে গত ১২ জুলাই দুই কর্মকর্তাকে নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুদকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …