নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট জয়ন্ত কুমার ঘোষ পরলোক গমন করায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২০ মে বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র বার ভবনের নিচতলায় শোক সভায় তার স্মৃতি চারণ করেন নেতৃবৃন্দরা। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আজিজ আল মামুন, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ মাঈনুদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলম খান, কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এডভোকেট মোহাম্মদ ছিদ্দিকুর রহমান ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আসমা হেলেন বিথী, সমাজ সেবা সম্পাদক এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মল্লিক শিপলু, কার্যকরী সদস্য এডভোকেট ফাতেমা খাতুন, এডভোকেট নুরুল কাদির সোহাগ, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট আক্তার হোসেন, এডভোকেট মোহাম্মদ সুমন মিয়াসহ বারের বিজ্ঞ আইনজীবীবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, এডভোকেট জয়ন্ত কুমার ঘোষ আজ আমাদের মাঝে নেই। তার আজ শোক সভা। তিনি জীবন দশায় সব সময় সকল আইজীবীদের সাথে ভালো আচরণ ও ব্যবহার দেখিয়েছেন। সব সময় তিনি সকল আইজীবীর কাছে একজন নম্র ভদ্র ও সৎ পরিশ্রমী আইজীবী ছিলেন। ধর্মগ্রন্থে রয়েছে স্বর্গ থেকে মানুষ আসে আবার স্বর্গে চলে যায়। আমাদের উচিৎ তার অকাল মৃত্যু থেকে শিক্ষাগ্রহণ করা। কারন সৃষ্টিকর্তা পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে দুনিয়াতে পরীক্ষা দেয়ার জন্য পৃথিবীতে আপনি সৎ কর্ম করে সৎ ভাবে জীবন যাপন করে পরলোক গ্রমণ করলে মৃত্যুর পরও আপনাকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আপনি ভালো আচার- আচরনের জন্য পরীক্ষায় পাশ। আমাদের মধ্যে বিভিন্ন আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক কারনে বিচার/ অভিযোগ আসে, কিন্তু জয়ন্ত কুমারের বিরুদ্ধে কোন সময় কোন বিচার আসেনি। এক্ষেত্রে সে পরীক্ষায় পাশ করেছে। আপনাদের প্রত্যেকের উচিৎ তারমত আচরন করা। আমি ব্যক্তিগত ভাবে তাকে চিনতাম।
বক্তব্যে তিনি আরও বলেন, আইনজীবী পেশাটি বড়ই কঠিন পেশা। এই পেশায় কাজ করে কেউ ইচ্ছে করলেই অসৎ কর্ম বা অপরাধ করতে পারে না। আইনজীবীরা ঐক্যবদ্ধ হয়ে সব সময় থাকতে হবে। কোন বহিরাগত ব্যক্তিবর্গ যদি আইনজীবীদের বিরুদ্ধে হামলা,মামলা ও ষড়যন্ত্র করার চেষ্ঠা করে তবে তাদের কঠিন হস্থে জবাব দেওয়া হবে। আইনজীবীদের বৃহত্তর স্বার্থ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি।