15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / এবার মসজিদে রাগিব ভুইয়ার ট্যানেল বিতরন

এবার মসজিদে রাগিব ভুইয়ার ট্যানেল বিতরন

নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি বিশিষ্ট সামজ সেবক ও ব্যাবসায়ী রাগীব হাসান ভুইয়ার ব্যাক্তিগত উদ্যোগে আল সাবাহ জামে মসজিদে একটি জীবনুনাশক ট্যানেল বিতরন করা হয়। আল সাবাহ জামে মসজিদের সাধারন সম্পাদক মাঈনুদ্দিনের কাছে দেশীয় পদ্ধতির এই ট্যানেল হস্তান্তর করেন সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া।

রাগীব হাসান ভুইয়া বলেন আমি ঈদের দিন রাতে কথা দিয়েছিলাম যে আমার ঈদের সালামি এবং কেনাকাটার টাকা দিয়ে এই জীবানু নাশক ট্যানেল বিতরন করবো। এবং কথা অনুযায়ী ৩ দিনের মধ্যে আমরা সম্পুর্ন দেশীয় পদ্ধতি তে এই ট্যানেল আমরা হস্তান্তর করতে সক্ষম হয়েছি। যেনো মুসল্লিরা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে পারে।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …