15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / জাতীয় / এল.এ কেসের এম.আই.সি.আর চেক বিতরণ করেন না’গঞ্জের ডিসি জাহিদুল 

এল.এ কেসের এম.আই.সি.আর চেক বিতরণ করেন না’গঞ্জের ডিসি জাহিদুল 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জায়গার ক্রয় ও ভাড়া মূল্য এবং মসজিদের সংস্কার বাবদ পরিশোধ চেক প্রদান করেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার ১২ মে বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন এল. এ কেসের এম.আই.সি.আর. চেক প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২টি চেকে মোট ২ কোটি ৭৪ লক্ষ ৩৭ হাজার ৬ শত ৬৭ টাকা, বন্দর উপজেলায় ১৪ টি চেকে মোট ১ কোটি ১৩ লক্ষ ৩৭ হাজার ৭ শত ৯৪ টাকা, সোনারগাঁ উপজেলায় ১টি চেকে মোট ৯৩ লক্ষ ৬১ হাজার ৩ শত ৭৫ টাকা, রূপগঞ্জ উপজেলায় ১টি চেকে মোট  ২ লক্ষ ১০ হাজার ৮ শত ৬৫ টাকা প্রকৃত জমির মালিকদের কাছে থেকে জায়গা ও স্থাপনার অধিগ্রহণ বাবদ এম.আই.সি.আর চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ আমরা জেলার বিভিন্ন উপজেলার জমির মালিকদের কাছে সরকার কর্তৃক প্রদত্ত মোট-১৮টি এল.এ কেসের এম.আই.সি.আর মোট- ৪ কোটি ৮৩ লক্ষ ৪৭ হাজার ৭ শত ৬ টাকা ৯৮ পয়সা মূল্যমান চেক বিতরণ করা হয়েছে। আর এই বিষয়ে কোন চেক গ্রহিতার কাছ থেকে কোন পরিমাণ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ আদায় করা হয়নি। বর্তমান সরকার দেশের জনগণের জন্য নিঃসন্দেহে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন...

না’গঞ্জে ভূমি মেলা ২০২৫-এর শুভ উদ্বোধন 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য …