15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- বদিউজ্জামান বদু

ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- বদিউজ্জামান বদু

নিউজ ব্যাংক ২৪. নেট : নয়ামাটি এলাকায় সকল ব্যবসায়ীদের নিরাপত্তায় সন্ত্রাস, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবিতে এবং সুষ্ঠু ভাবে ব্যবসা পরিচালনা করার নিশ্চয়তার দাবীতে নয়ামাটি হোসিয়ারী সার্কুলার নিট, ফ্লাট নিট, প্রিন্টিং ও সুতা ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১৮ মে সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটিস্থ নয়ামাটি এলাকায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ্ব মো. বদিউজ্জামান বদু।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নয়ামাটি এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি চলতে থাকলে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় তিনি আরো বলেন, আগামীকাল থেকে আপনারা প্রত্যেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে একটি করে লাঠি ও বাঁশি রাখবেন যদি দেখেন কোন চাঁদাবাজ আপনাদের এখানে এসেছে, চাঁদা চাইছে সাথে সাথে বাঁশি ফু দিবেন যাতে করে সবাই বুঝতে পারে এখানে চাঁদাবাজ এসেছে আপনারা সবাই একত্রে হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। প্রয়োজনে আমাকে কল করবেন তাদেরকে বেঁধে রেখে চাঁদাবাজ এবং ছিনতাই কারিদের কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি জানি। আইনশৃঙ্খলা বাহিনীদেরকে বললে তারা বলেন তদন্ত করে দেখছি আরে তদন্ত করার কি আছে ব্যবসায়ীদের এত বড় ক্ষতি করে যাচ্ছে তাদেরকে সাথে সাথে ধরে নিয়ে যাওয়া দরকার তাদের এই তদন্ত করতে করতে সময় পার হয়ে যায় আমাদের আইন দরকার নেই পুলিশ কেউ দরকার নেই আপনারা চোর ছিনতাইকারী চাঁদাবাজদের ধরে হাত পা ভেঙে দিবেন যাতে করে বুঝতে পারে আমি এগুলো করতে গিয়ে আজকে অবস্থায় পড়েছি। সরকারকে ট্যাক্স ব্যাট দিয়ে আমরা ব্যবসা করি এখানে চাঁদাবাজদের কোন ঠাই হবে না তাদেরকে কেন টাকা দিয়ে আমাদের ব্যবসা করতে হবে।

অনুষ্ঠানে হোসিয়ারি সমিতির সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি কবির খাঁন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …