15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / প্রতিবেদন / করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়দের ২৪ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের উদ্যোগে খাদ্র সামগ্রী বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত অসহায়দের ২৪ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের উদ্যোগে খাদ্র সামগ্রী বিতরণ

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের নির্দেশে ২৪ নং ওয়ার্ড এর মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ১৫০ জন অসহায় মানুদের মাঝে মোঃ মোফাজ্জল হোসেন মোফা’র নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

রবিবার ৫ই এপ্রিল সকালে নাসিক ২৪ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ অলম্পিয়া এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মোঃইমরান খাঁন, মোঃসবুজ, মোঃসানি, মোঃসাব্বীর, মোঃ মনা পাগল, মোঃসেলিম, মোঃরুবেল, মোঃশান্ত, মোঃসম্রাট, মোঃজুম্মান, মোঃ সোহেল  প্রমুখ ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো , চাউল-৫ কেজি, ডাল-১ কেজি, আলু-২ কেজি, তেল-১লিটার, পিয়াইজ-১ কেজি, লবণ-১ কেজি ।

আরও পড়ুন...

২য় দিনের মত ঠান্ডা শরবত খাওয়ালেন রাগিব ভুইয়া

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের প্রতিষ্ঠাতা, ইউনাইটেড ক্লাব লিমিটেড এর অর্থ …