18 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের উন্নয়নে আমি টাকা-পয়সা চাই না, শুধু সহযোগীতা চাই- সেলিম ওসমান

করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জের উন্নয়নে আমি টাকা-পয়সা চাই না, শুধু সহযোগীতা চাই- সেলিম ওসমান

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : সারা বিশ্বে চলমান করোনা মহামারী পরিস্থিতিত্বে নারায়ণগঞ্জের জনসাধারণের জন্য সকল দল ও মত নির্বিশেষে এক টেবিলে বসে সকল প্রকার সমস্যার সমাধান করতে আমি প্রস্তুত। জনগনের স্বার্থ্যে আমি এই নগরীর ব্যাপক উন্নায়ন করতে চাই। কারন আমি জীবিত না থাকলেও নারায়ণগঞ্জের মানুষ যাহাতে আমাকে চিরকাল স্বরণ রাখে। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোঃ আমিনুর রহমান আমাকে এমন পরামর্শ সব সময় দিতেন। তাকে শ্রদ্ধার সাথে স্বরণ করে আমি বলতে চাই, নারায়ণগঞ্জে সকল প্রকার উন্নয়নে আমি কোন টাকা-পয়সা চাই না,শুধু সকলের সহযোগীতা চাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান এমপি।

শুক্রবার ১০ই জুলাই বাদ আসর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে করোনা মহামারীতে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা সহ সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোঃ আমিনুর রহমান এর স্মরণে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ সেলিম ওসমান আরো বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ নারায়ণগঞ্জ জেলার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইতিপূর্বে আশানুরূপ কাজ করেছি। আশা করি যদি এই নগরীর অন্যান্য জনপ্রতিনিধিরা আমার সাথে এক টেবিলে বসে জনগনের সকল প্রকার সমস্যা সমাধান করা সম্ভব। উন্নয়নে স্বার্থ্যে কাজ করার জন্য আমি কোন দলের মতাদর্শ বুঝি না, যে কোন উপায়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি কাজ করতে চাই।

সেলিম ওসমান আরো বলেন, আমরা মুক্তিযোদ্ধারা এতোদিন একটি আশা নিয়ে বেঁচে থাকতাম, হয়তো একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো। কিন্তু দুঃখের বিষয় সারা বিশ্বে চলমান মহামারী করোনা ভাইরাসের কারনে আমরা সদর উপজেলার ১৫ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে হারিয়েছি। বিশেষ করে আমার অভিভাবক সমতুল্য প্রয়াত বীরমুক্তিযোদ্ধা মোঃ আমিনুর রহমান যিনি আমাকে সব সময় সঠিক সিদ্ধান্ত দিতেন তাকেও হারিয়েছি। আমি সকল প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

হকার ইসুতে তিনি বলেন, আমি নারায়ণগঞ্জের মেয়র ও আইন শৃংখলা রক্ষাবাহিনীর কাছে অনুরোধ জানাই, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে তিনি যেন ঈদের আগে এদের পেটে লাথি না দেন। এদেও উচ্ছেদ না করেন। কারন এমন সিদ্ধান্ত আসতে পারে ঈদের পর হয়তো একটানা ২ মাস লক ডাউন দিবে সরকার। এর ফলে এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের আয়ের রাস্তা বন্ধ থাকতে পারে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন এর সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক। তাছাড়া বক্তব্য রাখেন, সদর উপজেলা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস, যুদ্ধকালীন কমান্ডার সামি উল্লাহ মিলন প্রমুখ।

আলোচনা শেষে সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

ইউনাইটেড কস্টিউম লিঃ ও আর.এন নিট টেক্স লিঃ এর সকল শ্রমিকদের ১২ দফা দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জে ইউনাইটেড কস্টিউম লিমিটেড ও আর.এন নিট টেক্স লিমিটেড এর …