14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / খানপুর হাসপাতালে ডেঙ্গু কিট এবং আয়রন ট্যাবলেট বিতরণ করেন ডিসি জাহিদুল

খানপুর হাসপাতালে ডেঙ্গু কিট এবং আয়রন ট্যাবলেট বিতরণ করেন ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে রোগীদের জন্য ডেঙ্গু কিট এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিবন্ধিত গর্ভবতী নারীদের জন্য আয়রন ট্যাবলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৮ আগস্ট সকাল ১১ টায় নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালের নবনির্মিত নতুন ভবনের নিচতলায় জেলা পরিষদ নারায়ণগঞ্জ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, গত মাসের তুলনায় চলতি মাসে ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেড়েছে। এজন্য আমাদের সচেতনতার বিকল্প নাই। আমরা রোগীদের জন্য জেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে ডেঙ্গু কীট সরবরাহ করেছি। গর্ভবতী মায়েদের আয়রণের ঘাটতির কারণে শিশুদের ওজন কম হয়। দুর্বল শিশু জন্মগ্রহণ করে। তাই মায়েদের আয়রনের ঘাটতি দূর করার মাধ্যমে আমরা আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ সমাজ গড়তে চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান, ৩’শ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ আবুল বাশার, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক প্রমুখ।

বক্তব্য শেষে ডেঙ্গু কিট এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিবন্ধিত গর্ভবতী নারীদের জন্য আয়রন ট্যাবলেট খানপুর হাসপাতাল কর্তৃপক্ষে প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আরও পড়ুন...

দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪.  নেট : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন আমরা জাতি ভুলে না …