18 Agrohayon 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামান মাসুদ’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসুদুজ্জামান মাসুদ’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জ শহরের দক্ষিণ রেলিবাগান, ১৫ নং ওয়ার্ডে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

প্রধান অতিথি বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আজকের এ উঠান বৈঠককে আমরা নির্বাচনি প্রচারণা পরিবর্তন করে মিলাদ ও দোয়া মাহফিলে রূপ দিয়েছি। কারণ আমাদের দেশমাতা, গণতন্ত্রের মা – বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত এই জননেত্রী আজ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনাই আমাদের আজকের প্রার্থনা। এই মা তাঁর স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, কারাবরণ করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করেছেন। যদি স্বৈরাচারী সরকার আগে থেকেই তাঁকে যথাযথ চিকিৎসার সুযোগ দিতো, তাহলে হয়তো আমরা আজকের এই দুশ্চিন্তায় থাকতাম না। শাসকগোষ্ঠী তাঁকে আপোষে বাধ্য করতে চেয়েছিল – কিন্তু তিনি কখনো নত হননি। দেশনেত্রীর জন্য সারা দেশের মানুষের কান্না ও প্রার্থনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আজ শুধু বিএনপি নয় – সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য দোয়া করছেন। কোটি মানুষের এই প্রার্থনা আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আমরা চাই আল্লাহ তাঁকে সুস্থতা দান করুন, হায়াতে ত্বয়্যিবা দান করুন – যাতে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, আনোয়ার হোসেন অনু – যুগ্ম-আহ্বায়ক নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মাসুদ রানা – সদর থানা বিএনপির সভাপতি, মনোয়ার হোসেন শোখন – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, শাখাওয়াতুল ইসলাম রানা – সদস্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, দিলারা মাসুদ ময়না – সভাপতি মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, মহানগর যুব দলের ১নং সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান। এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

দোয়া মাহফিলে আলেম-ওলামাদের বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতীয় জীবনে পুনরায় সক্রিয় হওয়ার জন্য মোনাজাত পরিচালনা করেন; পাশাপাশি দেশ, জাতি, গণতন্ত্র ও শান্তি-স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। এই দোয়া মাহফিলের আয়োজনটি দক্ষিণ রেলিবাগান পঞ্চায়েত কমিটি এবং এলাকার চারটি সামাজিক–সেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন যে, আল্লাহর অশেষ রহমতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পুনরায় সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম হবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাসুদুজ্জামান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত আরেকটি দোয়া মাহফিলে যোগ দিতে জামি’আ হুসাইনিয়া আরাবিয়া হাজীগঞ্জ মাদ্রাসায় উপস্থিত হন।

আরও পড়ুন...

এত বড় বড় কথা বলছে তারা গত ১৫ বছর কোথায় ছিলো- সাখাওয়াত

নিউজ ব্যাংক ২৪. নেট : ১২নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির …