28 Agrohayon 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুব দল ও ছাত্র দল’র আয়োজনে গণ দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লা থানা যুব দল ও ছাত্র দল’র আয়োজনে গণ দোয়া অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তিসহ আরোগ্য কামনায় গণ দোয়া অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৫ ডিসেম্বর বাদ আছর নারায়ণগঞ্জের ফতুলার ধর্মগঞ্জ চতলার মাঠে ফতুল্লা থানা যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এই গণ দোয়ার আয়োজন করা হয়।

গণ দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

বক্তব্যে তিনি বলেন, “দেশ আজ ভালো নেই, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভালো নেই। যিনি এই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে আনতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু জন্য আজীবন জনগণকে সাথে নিয়ে আন্দোলন  সংগ্রাম করেছেন তিনি আজ ভালো নেই। তার দ্রুত সুস্থতা কামনায় সারা বিশ্বে কোটি কোটি মানুষ দোয়া করছেন। পাশাপাশি আমরা নারায়ণগঞ্জ জেলা যুবদলের পক্ষ হতে, ফতুল্লা থানা যুব দল ও ছাত্র দল পক্ষ থেকে এবং সর্বপরি বিএনপির নেতাকর্মী সমর্থকদের পক্ষ থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করি।”

গণ দোয়ায় ফতুল্লার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও আলেম ওলামাদের নিয়ে দোয়া করা হয়। এ সময় গণ দোয়ায় আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থার দ্রুত উন্নতি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। দোয়া মাহফিলে সারা বাংলাদেশের মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন...

পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে- মুফতি মাসুম বিল্লাহ

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, পিআর পদ্ধতিতে …