27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শফিকুল র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শফিকুল র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত রবিবার  ১৬ অক্টোবর ২০২২ তারিখে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল পুরান পট্টি এলাকায় ১ জন গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী শফিকুল (৩৪), পিতা-ইব্রাহিম ওরফে ইবু ওরফে ইবি, মাতা-নাজমা বেগম, সাং-পাইকারচর, বালাপুর, থানা ও জেলা-নরসিংদী, এ/পি সাং-পাইনাদী নতুন মহল্লা (মজিবরের বাড়ী), থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে- র‍্যাবের মহাপরিচালক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত পূজায় …