15 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়- মুফতি মাসুম বিল্লাহ

গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়- মুফতি মাসুম বিল্লাহ

নিউজ ব্যাংক ২৪. নেট :  ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বিদ্যামান জাতীয় সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে জাতীয় সরকার ছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে। যা দেশের জনগণের জন্য অমঙ্গল বয়ে আনতে পারে এবং দেশে আরও একবার সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ৭ জুলাই ২০২৩ শুক্রবার সকাল ৯ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানার সভাপতি আবুল কাশেম-এর সভাপতিতেত্ব আয়োজিত তারবিয়াত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি, সুলতান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার ইতিহাস নেই। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সরকারের অধীনে হতে হবে। এর কোনো বিকল্প নেই। সরকার দলীয় সরকারের অধীনে আয়োজনের পাঁয়তারা করছে। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হলে দেশপ্রেমিক জনতা নীরবে বসে থাকবে না।

সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচনকে সামনে নিয়ে মাঠ পর্যায়ে আমাদের সাংগঠনিক মজবুতির সাথে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জনগণ শান্তি চায়, মুক্তি চায়, চায় বিকল্প কিছু। সুতরাং ইসলাম-ই একমাত্র শান্তি ও মুক্তির ঠিকানা্। আদর্শ ও আধুনিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন তথা হাতপাখার বিকল্প নেই।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনে মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ- বন্দর ২৬ নং ওয়ার্ডে ভোটারদের সাড়া

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা …