14 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / খবর / চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদার দাবীতে রূপগঞ্জে বৃদ্ধাকে গুলি করে হত্যার চেষ্টা অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ কর্ণগোপ এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ শফিকুল ইসলাম গং কর্তৃক সামছুদ্দোহা ভূইয়ার উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার ২ আগষ্ট দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সামছুদ্দোহা ভূইয়ার পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়েছে।

এসময় লিখিত বক্তব্যে গুরুতর আহত সামছুদ্দোহা ভূইয়া বলেন, করিম জুটমিলে আমি দীর্ঘদিন সৎ ও নিষ্ঠার সাথে কাজ করেছি। অবসরে যাওয়ার পর কর্ণগোপে আমার পৈত্রিক জমিতে টিনশেড ঘর নির্মান করে ভাড়া দিয়েছি। ৫ আগস্টের পর চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় ভাড়াটিয়াদের সাহস জোগাতে সেখানে যাই। ঘটনার রাতে শফিকুল ইসলাম ও তার ভাতিজা রুপগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব ডাকাতির উদ্দেশ্যে আসলে এলাকাবাসী তাদেরকে আটক করে ফেলে। এ ঘটনার পর থেকেই শফিকুল বাহিনীর সঙ্গে আমার বিরোধ শুরু হয়। সেই ঘটনার পর থেকে তারা নিয়মিত আমার ভাড়াটিয়াদের অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করা সহ টাকা ও মোবাইল ছিনিয়ে নিতো। এ বিষয়ে স্থানীয় আর্মি ক্যাম্পে অভিযোগ দেই ও রুপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, মাসখানেক পূর্বে সে আমার পূর্বে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং না দিলে বাড়িতে কোন ভাড়াটিয়াকে থাকতে দিবেনা বলে হুমকী প্রদান করে। পরবর্তীতে গত ২৮ জুলাই ব্যক্তিগত কাজে কর্ণগোপ আসলে রহিম মার্কেটের সামনে আমার পথ রোধ করে এবং ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসী শফিকুল, সাকিব, মনির হোসেন খিঞ্জিল, ফাইজুল ইসলাম, রনি, হোসেন, শাহিন, লোকমান ওরফে পরদেশী, সোহাগ সহ অজ্ঞাত আসামীগণ অতর্কিত হামলা চালিয়ে লাঠি, ধারালো অস্ত্র, রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে বাম পায়ের হাটুর উপরে গুলি চালায় এবং অপর গুলিটি লক্ষ্য ভ্রষ্ট হয়। আমার আর্তচিৎকারে আমার আত্মীয় ও প্রতিবেশীগণ এগিয়ে আসলে তারা ঢাকা মেট্টো-গ-১৮-৭৮৮৮ নাম্বারের বর্তমানে আমি চিকিৎসাধীন আছি। এসকল চাঁদাবাজ, মাদক ব্যবসা, অস্ত্র সন্ত্রাস সহ সকল অবৈধ কর্মকান্ডের অবসান, আমার পরিবারের নিরাপত্তা ও ভাড়াটিয়াদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

উক্ত সংবাদ সম্মেলনে আহত সামছুদ্দোহা ভূইয়ার স্ত্রী সামসুন্নাহার, ছেলে বিএম নাসিম, ভাতিজা বিএম তানভির, বিএম সফিক, ভাতিজি বিএম সেলিনা আক্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

দেশপ্রেমে অনুপ্রাণিত হয়ে বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি- ডিসি জাহিদুল

নিউজ ব্যাংক ২৪.  নেট : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ যেন আমরা জাতি ভুলে না …