11 Poush 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / চাঞ্চল্যকর “শিশু ধর্ষণের পর হত্যা” মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

চাঞ্চল্যকর “শিশু ধর্ষণের পর হত্যা” মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ধসঢ়;ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া যে কোন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটনের জন্য র‌্যাব ছায়া তদন্ত করে আসছে।

র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান,  গত ১৩ জানুয়ারি ২০০৬ তারিখ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা ছালেহা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-২৫, তারিখ- ১৪/০১/২০০৬ ইং। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী মোঃ নাজিম উদ্দিন (৪৬) এর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃন্ড্যুদন্ডে দন্ডিত করেন।

উল্লেখিত মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১ এর আভিযানে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী “ মোঃ নাজিম উদ্দিন (৪৬)” পিতা- শাহজাহান, সাং- বিরাব, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ’কে ঢাকা জেলার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, মামলার ঘটনারদিন অর্থাৎ ১৩ জানুয়ারি ২০০৬ তারিখ আসামী মোঃ নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ্বাসরোধে হত্যা করে এবং ১৪ জানুয়ারি ২০০৬ তারিখ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

“দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে”- আবু মমতাজ সাদ

নিউজ ব্যাংক ২৪. নেট : দেশের ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। আমি …