26 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / শীর্ষ সংবাদ / ছেলের গলায় ছুরি ধরে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রধান আসামী র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

ছেলের গলায় ছুরি ধরে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের প্রধান আসামী র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার

নিউজ ব্যাংক ২৪. নেট : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। নরসিংদী জেলায় সংঘটিত ধর্ষণ, হত্যা, মাদক, চুরি, ডাকাতি, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সংঘটিত বিভিন্ন অপরাধ রুখে দিতে র‌্যাব-১১ অভিযান আরও জোরদার করেছে।

র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদী এর ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত ও প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ ব্যাংক ২৪ কে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস অভিযানিক দল কর্তৃক ২৯ জুলাই ২০২২ ইং তারিখ সকাল ৫ টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের নয়াদিল (বাসুদেবপুর) গ্রামের মন্নাফ মিয়ার বাড়ি অভিযান পরিচালনা করে গনধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করতে করে।

গ্রেফতারকৃত আসামী হলো শরিফ হাসান (২৫), পিতা- রাশেদ মিয়া, সাং- মির্জাপুর, ডাকঘর- মুছাপুর পাগলা বাজার, ওয়ার্ড নং- ৫, ইউনিয়ন- মির্জাপুর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ও ২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে ওই গৃহবধু (২৫) দুই সন্তানকে নিয়ে মির্জাপুর এলাকার স্বামীর বাড়িতে বসবাস করেন। তার স্বামী এক বছর আগে প্রবাসে যান। ২১ আগস্ট রাতে ছয় ও আড়াই বছর বয়সী দুই ছেলেকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই গৃহবধু। রাত ২ টার দিকে ওৎ পেতে থাকা শরীফ হাসান (২৫) ও শাহপরান (২২) দুইজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এসময় কিছু বুঝে উঠার আগেই গৃহবধূর হাত-পা-মুখ গামছা দিয়ে বেঁধে সন্তানদের গলায় ছুরি ধরে জিম্মি করা হয়। পরে সন্তানদের সামনে গৃহবধুকে পালাক্রমে নির্যাতন চালানো হয়। একাধিকবার ধর্ষণ করেন ওই দুজন। ধর্ষণে বাঁধা দিলে ওই গৃহবধুকে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার চেষ্টা এবং হাতে একাধিকবার ছুরিকাঘাত করা হয়। ঘটনা কাউকে জানানো হলে তাকে এবং ছেলেদের হত্যার হুমকি দিয়ে তারা দুজন চলে যান।

গণধর্ষণের এ সংবাদটি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “রায়পুরা পূর্বাঞ্চল স্বেচ্ছাসেবী ফোরাম”। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব-১১। পরবর্তীতে গোয়েন্দা সূত্র ধরে জানতে পারে যে, গন ধর্ষনকারী মামলার প্রধান আসামী ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানাধীন মোগড়া ইউনিয়নের নয়াদিল (বাসুদেবপুর) গ্রামের মন্নাফ মিয়ার বাড়িতে ছদ্মবেশে আত্মগোপন করে আছে। এরই পরিপ্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে ২৯ জুলাই ২০২২ ইং তারিখ ভোর ৫ টা ৪৫ মিনিটে বর্ণিত স্থান হতে প্রধান আসামীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত আসামীকে নরসিংদীর রায়পুরা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। রেফারেন্স মামলা নং-৩০, তারিখ- ২৭/০৮/২০২২, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)।

আরও পড়ুন...

পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে- র‍্যাবের মহাপরিচালক

নিউজ ব্যাংক ২৪. নেট : র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, এখন পর্যন্ত পূজায় …