27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে- মামুন মাহমুদ

জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে- মামুন মাহমুদ

 

নিউজ ব্যাংক ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠালগ্ন থেকে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে যারা শ্বাসনে ছিল, তারা এ দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিনত করেছিল। সেই তলাবিহীন ঝুঁড়ি থেকে এদেশকে উন্নয়ণশীল দেশে রুপান্তরিত করেছিল রাষ্ট্রপতি মোঃ জিয়াউর রহমান। আজকে স্বাধীনতার যে স্বপ্নসাধ ছিল মানুষের মৌলিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার এই সরকার হরণ করেছে। নিশী রাতে ভোটের মাধ্যমে এই সরকার ক্ষমতায় বসেছে। যারা আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী আমাদের দ্বায়িত্ব হবে মানুষের হারিয়ে যাওয়া এই অধিকার বাংলাদেশের মাটিতে পুণরুজ্জীবিত করা। সেই জন্য প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ বাংলাদেশের মাটিতে হবে।

মঙ্গলবার ১লা সেপ্টেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন তাজমহল চাইনিজ রেষ্ট্যুরেন্টে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচন সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, যুগ্ম আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, আলী আহম্মদ লালা ও বিএনপি নেতা শাহ আলম হীরা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …