17 Ashar 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / জালকুড়িতে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা উপলক্ষে বার্ষিক ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালকুড়িতে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা উপলক্ষে বার্ষিক ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ব্যাংক ২৪. নেট : সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা উপলক্ষে বার্ষিক ইছালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ইয়াং সোসাইটি জামে মসজিদ সংলগ্নে এ ইছালে সাওয়াব ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জালকুড়ি ইয়াং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম বাচ্চুর সভাপতিত্বে উক্ত মাহফিলে নসিহত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বানিয়া পাড়া দরবার শরীফের পীর সাহেব আবু বকর ছিদ্দিক আল-কাশেমী।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বায়তুল আকসা জামে মসজিদের খতিব আল্লামা মুফতি
সোলায়মান বিন কাশেম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইয়াং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আফতাব হোসেন আপ্তু।
মাহফিল পরিচালনা করেন ইয়াং সোসাইটি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াং সোসাইটি জামে মসজিদের মুসুল্লিায়ান ও মহল্লাবাসী।

আরও পড়ুন...

যুব সমাজের মাঝে আল্লাহর প্রেম ও রাসূলে আদর্শ অনেকাংশে কমে গিয়েছে- মাও. ফেরদাউস

নিউজ ব্যাংক ২৪. নেট : পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সীরাতুন্নবী সা. কনফারেন্স ও নাশীদ …