27 Boishakh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / ঢাকায় সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে বিএনপি’র প্রতিনিধি দল

ঢাকায় সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কার্যালয়ে বিএনপি’র প্রতিনিধি দল

নিউজ ব্যাংক ২৪. নেট : বিভাগীয় গণ সমাবেশের অংশ হিসেবে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সমাবেশস্থলের অনুমতির জন্য নবনিযুক্ত ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করতে ডিএমপি কার্যালয়ে যায় বিএনপি নেতারা।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় রাজধানী ঢাকার মিন্টু রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে একে একে প্রবেশ করেন বিএনপির নেতারা।

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করতে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার কার্যালয়ে এ সময় প্রবেশ করেন— ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সদস্যসচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।

জানা গেছে, সমাবেশের অনুমতিসহ বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি নেতারা ডিএমপি পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন...

যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের মদদে ইসরাইল যুগের পর যুগ ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে- খেলাফত মজলিস

নিউজ ব্যাংক ২৪. নেট : খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় …