16 Bhadro 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / ধর্মীয় অনুষ্ঠান / তারেক রহমান সংখ্যালঘু শব্দটি পছন্দ করেন না- আজাদ

তারেক রহমান সংখ্যালঘু শব্দটি পছন্দ করেন না- আজাদ

নিউজ ব্যাংক ২৪. নেট : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুন্দর, সুষ্ঠ ও সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ৩১ আগস্ট বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার, আমরা সবাই বাংলাদেশী। জননেতা তারেক রহমান সংখ্যালঘু শব্দটি পছন্দ করেন না। তিনি বলেছেন আমরা সবাই বাংলাদেশী, আমরা ভাই ভাই, সবাই আমরা এক, আমরা একে অন্যের পরিপূরক। ৫ আগস্ট পরবর্তী আপনাদের সকল ধরনের ধর্মীয় উৎসবে আমাদের কোন প্রকার ভূমিকায় কোন ঘাটতি ছিলোনা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি কথায় নয় কাজ করে ফলাফল দিতে পছন্দ করে।
তিনি আরও বলেন, এখানে এসে জানতে পারলাম লক্ষ্মী নারায়ণ কটন মিল পূজা মন্ডপের জায়গা কে বা কারা দখল করে রেখেছে। আপনাদের বলতে চাই আওয়ামী দুঃশাসনকালে যা করেছেন এখনও সেটাই করতে পারবেন না। বিএনপি জনগণের মনে কথা বলে। যারা জায়গা দখল করে রেখেছে তাদেরকে বলবো কোনপ্রকার পদক্ষেপ নেয়ার আগে স্বসম্মানে জায়গা ছেড়ে দিন। নইলে আগামী ১৫ দিনের মধ্যে বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা এখানে আছেন সকলে মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো। আমাদের নেতার নির্দেশ, কোন মানুষ নির্যাতিত বা অন্যায়ের মুখোমুখি হবেনা। আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

সভায় সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ও যুগ্ম সমন্বয়ক আহমেদুর রহমান তনু।

এছাড়াও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সরোজ কুমার সাহা, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, পরিতোষ কান্তি সাহা, তাপস কর্মকার, সঞ্জিব কুমার জয় প্রমুখ।

সার্বিক তত্বাবধানে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস।

আরও পড়ুন...

কাউন্সিলর খোরশেদ আমার আইডল- পুলিশ সুপার প্রত্যুষ কুমার

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার …